Saturday, November 16, 2019

শিশুকে প্লে-জোন এ খেলতে দেওয়ায় সতর্ক হোন!


সেদিন শুক্রবার। আমাদের একটা দাওয়াত ছিলো, ধানমন্ডি আট নাম্বার Xinxian এ, ওখানের Play zone এ আমার ছেলে খেলেছে। জীবনে প্রথম আমার ছেলে কোনো ইনডোর প্লে জোন এ খেললো। ওখানে অনেক ছোট ছোট Soft ball আছে, সেখানে গড়াগড়ি করে খেলাধুলা করলো। অনেক মজা করেছে ও। রাতে খেয়ে, হাত মুখ গা ভালো মতো Sponge করে ঘুম দিলো, শনিবার সকাল থেকেই কান লাল, কেমন কেমন করে, বলে খারাপ লাগে, রাত এ গায়ে পিঁপড়ার কামরের মতো হয়ে গেলো, সারা রাত গা চুলকালো। সারারাত, এক ফোঁটাও ঘুম নাই, রবিবার সকাল থেকেই লাল ভাব ও Itching বাড়তে বাড়তে এক সময় মনে হলো Breathing problem হচ্ছে, মুখ দিয়ে লালা পরছে। সে বাচ্চার অবস্থা খারাপ হতে হতে রাত ১১ টায় হাসপাতালে ভর্তি হতে হলো। ডাক্তার বললেন Indoor Fungal Dust Allergy. আমার বাবু ৬দিন হলো স্কয়ার হাসপাতালে এ ভর্তি। অনেক সাফার করেছে যা আমি বলে বোঝাতে পারবো না। সারাদিন নিস্তেজ হয়ে পড়ে থাকতো, যেটুকু সময় জেগে থাকতো চুলকাতে চুলকাতে অস্থির।
কাল রিলিজ দিবে কিন্তু ডাক্তার বলেছেন পুরোপুরি সারতে সপ্তাহ খানেক লাগে। গায়ে লাল লাল ভাব, Itching, দুর্বলতা থাকবে সপ্তাহখানেক। কী ভয়ানক জীবাণু ভাবতে পারেন?
So, be careful before taking your precious kids to any Play zone. অনেক Play zone ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেনা। আর এই বলওয়ালা Play zone গুলা মনে হয় বেশি অস্বাস্থ্যকর। আগে Play zone ওয়ালা রেস্টুরেন্ট খুঁজতাম বেবি কে নিয়ে যাওয়ার জন্য, এখন মাফ চাই। আপনারাও সাবধান হোন; এমন ফালতু নোংরা সব জীবাণুর বাসাওয়ালা Play zone থেকে। বাচ্চারা বমি করতে পারে, শিশ করতে পারে, খাবার ফেলতে পারে যাতে তেলাপোকা, পিঁপড়া, ইঁদুর, টিকটিকি এইসবের জীবাণু থাকতে পারে। অনেকের বাবুর হয়ত সমস্যা হয়না, কিন্তু অনেকেরই হয়। কখন কীসে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে বলা জায়না।
বাবু এখন বাসায় আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ্। কিন্তু খুবই দুর্বল। কারণ সে ৪/৫ দিন কিছুই খায়নি। স্যালাইন চলছিলো বলে রক্ষা।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment