Friday, May 10, 2019

গর্ভাবস্থায় যে কাজগুলো করলে প্রতিবন্ধী সন্তানের জন্ম হতে পারে!

গর্ভকালীন  পরামর্শ


কেউই চায়না যে তার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মাক। বিশেষ করে মায়েরা তো কখনই চায়না। কিন্তু দুঃখের বিষয় হলো মায়েদের কিছুকিছু ভুলের জন্য কিন্তু প্রতিবন্ধী সন্তানের জন্ম হতে পারে। অবাক হলেও সত্যি। তার এই বিপদের হাত থেকে বাঁচতে আজ থেকে খেয়াল রাখা শুরু করুন যাতে এই ভুলগুলি কোনোমতেই না হয়।

১. গর্ভাবস্থায় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাবেননা। এতে সন্তানের অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টিতে বসার সৃষ্টি হতে পারে।

২. গর্ভাবস্থায় নিচু হয়ে ঝুঁকে কোনো কাজ করবেন না।

৩. মায়ের বয়স যদি খুবই কম ( ১৮ এর কম ) বা খুবই বেশি ( ৪০ এর কাছাকাছি ) হয় তাহলে প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমানে বেড়ে যায়।

৪. নিকট আত্মীয়দের মধ্যে অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে প্রতিবন্ধকতার সম্ভাবনা থাকে।

৫. মায়ের দেহে কোনোরকমের তেজস্ক্রিয় পদার্থের প্রবেশ ঘটলে প্রতিবন্ধী সন্তান হওয়ার সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়।
(সংগৃহীত)

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment