Wednesday, January 30, 2019

স্কুল থেকে শিশু অপহরণ রোধ করার একটি পদ্ধতি!


কিছুদিন আগে ফেসবুকে বিষয়টি পড়েছিলাম। আজ মনে পড়লো তাই লিখতে বসলাম।

একদিন স্কুলে এক শিশুর মা একটু দেরিতে তাকে নিতে আসে, সেই সুযোগে একজন সম্ভাব্য অপহরণকারী এসে শিশুটিকে বলে যে সে তার মামা হয় এবং তার মা আসতে পারবে না বলে তাকে পাঠিয়েছে।
শিশুটি লোকটিকে পাসওয়ার্ড জিজ্ঞেস করলো এবং লোকটি কিছুই বলতে পারলো না; শিশুটি তখন গেট থেকে দৌড় দিয়ে স্কুলের ভেতরে গিয়ে তার শিক্ষককে জানালো।
শিশুটি ও তার মা আগে থেকেই নিজেদের মধ্যে "পাসওয়ার্ড" ঠিক করে রেখেছিল। আপনারাও এটা করতে পারেন। পাসওয়ার্ড এমন হতে পারে "রাতে চাঁদ দেখবো", "সাত ভাই চাম্পা", "ফুলকুমারীর বিয়ে হলো" ইত্যাদি।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment